Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জেনে নিন PAN-Aadhaar লিঙ্ক না হলে কী হবে, কত হবে জরিমানা?

পার্মানেন্ট একাউন্ট নম্বর বা প্যান এবং আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। ভারতীয় আইটি বিভাগ প্যান কার্ড জারি করে থাকে। আধার কার্ড ইউনিক…

Avatar

পার্মানেন্ট একাউন্ট নম্বর বা প্যান এবং আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। ভারতীয় আইটি বিভাগ প্যান কার্ড জারি করে থাকে। আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি। প্যান কার্ড একটি অন্যান্য পরিচয় নম্বর যা করের উদ্দেশ্যে জনগণকে জারি করা হয়। অন্যদিকে আধার কার্ডে ১২টি সংখ্যা থাকে, যেটি একজন মানুষের পরিচয় পত্র হিসেবে কাজে লাগে। তবে এবারে আয়কর দপ্তর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে।

১ জুলাই ২০২২ অবধি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। এজন্য আপনাকে ১,০০০ টাকা লেট ফি দিতে হবে। তবে এর জন্য আয়কর দপ্তরের তরফ থেকে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৬১ সালের আইন অনুযায়ী প্যান হোল্ডার যারা রয়েছেন তারা ছাড়ের বিভাগের আওতায় আসেন না। তাদের সকলকে ৩০ জুন ২০২৩ এর আগে তাদের প্যান কার্ড আধার নম্বরের সাথে লিঙ্ক করে নিতেই হবে। আয়কর বিভাগ ৩১ শে মার্চ পর্যন্ত লিংক করার সময়সীমা দিয়েছিল, কিন্তু এরপরে সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকার ১,০০০ টাকা নামমাত্র ফি দিয়ে ৩০ জুন পর্যন্ত এই কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছে।

তবে যারা এই মুহূর্তে রেহাই পেয়েছেন তাদের লিঙ্ক করার দরকার নেই। জম্মু-কাশ্মীর আসাম এবং মেঘালয় রাজ্যে বসবাসকারী মানুষদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে আশি বছরের বেশি বয়সী সুপার সিনিয়ার নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে। যারা ভারতের নাগরিক নন তাদেরও ছাড় দেওয়া হয়েছে।

কিন্তু এবার ব্যাপার হল, আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা না হলে কি হবে? যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার কার্ড আপনাকে লিংক করতেই হবে। সেই সময় আপনার অতিরিক্ত টাকা খরচ হবে। অনেক সময় আবার যদি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যা হতে পারে। অনেক সময় যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে বিশেষ রিবেট পেতে আপনার সমস্যা হয়ে যায়।

About Author