বর্তমানে গাড়ি শিল্পে টাটা কোম্পানির দেশজোড়া নাম। বিভিন্ন সময়ে নতুন নতুন ফিচারস এর গাড়ি লঞ্চ করে ক্রেতাদের চমক দিয়েছে টাটা মোটরস। চার চাকার গাড়ির চড়া দামকে উপেক্ষা করে ২০০৮ সালে স্কুটার ও বাইকের সমকক্ষ দামে মাত্র ১ লক্ষ টাকার টাটা ন্যানো গাড়ি লঞ্চ হয়েছিলো। কিন্তু এবারে এই গাড়িকে ঘিরে উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য।
এমনিতেই দেশে গাড়ি শিল্পের বেহাল দশা। তার মধ্যেই প্রকাশ্যে এলো ন্যানো গাড়ির করুন চিত্র।সম্ভবত বন্ধ করে দেওয়া হতে পারে ন্যানো প্রকল্পকে। গত ন মাসে বিক্রি হয়েছে একটি মাত্র গাড়ি কিন্তু সেটাও আবার গত ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে তৈরী হয়নি একটাও গাড়ি। এই পরিস্থিতিতে টাটা ন্যানো গাড়ি তৈরীতে আর বিনিয়োগ করতে রাজি নয় সংস্থা। যদিও সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয় নি।