অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের এই অভ্যাসে ব্যথিত জয়া বচ্চন, বহু বছর পর সামনে এল তাদের সম্পর্কের সত্য

বলিউডের শাহেনশা তিনি। সেই শুরুর সময় থাকে এখনো পর্যন্ত নিজের রাজত্ব কায়েম রেখেছেন গোটা ইন্ডাস্ট্রির মঞ্চে। বচ্চন পরিবারের উপর মিডিয়ার নজর টিকে রয়েছে সর্বক্ষণ। তাদের সম্পর্কে যেকোন খবরই নজর কাড়ে…

Avatar

বলিউডের শাহেনশা তিনি। সেই শুরুর সময় থাকে এখনো পর্যন্ত নিজের রাজত্ব কায়েম রেখেছেন গোটা ইন্ডাস্ট্রির মঞ্চে। বচ্চন পরিবারের উপর মিডিয়ার নজর টিকে রয়েছে সর্বক্ষণ। তাদের সম্পর্কে যেকোন খবরই নজর কাড়ে সাধারণের। ৮০ বছর বয়সেও অভিনেতা নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন। তার সম্পর্কিত যেকোন খবরই সাধারণ মানুষ আগ্রহের সাথে পড়ে থাকেন। তবে সম্প্রতি বলিউডের বিগবির পাশাপাশি চর্চায় তার পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও।

নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল।

উল্লেখ্য, ২০০৭-এ অভিষেক বচ্চনের সাথে সাত পাক ঘুরেছিলেন অভিনেত্রী। ২০১১-তেই মা হয়েছিলেন তিনি। সেই প্রথম দিন থেকেই অভিনেত্রীকে নিজের মেয়ের জায়গায় স্থান দিয়েছিলেন বিগবি। তবে সম্প্রতি বচ্চন পরিবারের এক গোপন তথ্য প্রকাশ্যে এসেছে, যা বলতে গিয়ে নিজেরাই অবাক জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন।

অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের এই অভ্যাসে ব্যথিত জয়া বচ্চন, বহু বছর পর সামনে এল তাদের সম্পর্কের সত্য

একবার প্রকাশ্য মিডিয়ায় জয়া বচ্চন ও বিগবি কন্যা শ্বেতা মজার ছলেই সকলকে জানিয়েছিলেন, সকলের প্রিয় অমিতাভ বচ্চন কখনোই ঠিক সময়ে ফোন ধরেন না। এমনকি মেসেজের রিপ্লাইও দেন অনেক দেরি করে। তবে এমনটা তিনি সবসময় না করলেও প্রায়ই এমন ঘটনার সম্মুখীন হয়ে থাকেন গোটা বচ্চন পরিবার। এই সূত্র ধরে কথা বলতে গিয়ে জানা গিয়েছে, এই একই অভ্যাস রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনেরও। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে শ্বশুর ও পুত্রবধূর এই গোপন অভ্যাসের কথাই প্রকাশ্যে এসেছে সকলের। আপাতত যা শুনে বেজায় মজা পেয়েছেন অনুরাগীরাও।

About Author