বেশ কিছুদিন হলো ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিস্তা চুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেন তিনি। বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। যার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ থেকে ভারতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত। এর ফলে ভারত ও বাংলাদেশ দুই দেশের মানুষই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
তবে এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়। যার জেরে মুখ খুলতে বাধ্য হন সে দেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস আমরা ভারতকে দিচ্ছি না। বিদেশ থেকে আমদানি করা গ্যাস সিলিন্ডারে ভরে ভারতে দেব আমরা।
গতকাল, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মীয়মাণ আউটার স্টেডিয়াম পরিদর্শনে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী। সেখানেই দেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা সাফ জানিয়ে দেন তিনি।