কয়েকদিন আগে পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে এবারে মেঘ কাটতেই আকাশে চড়া রোদের দেখা মিলেছে। উত্তর ভারত থেকে এরই মাঝে শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। এই আবহে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, শুষ্কতার কারণে আগামী কয়েক দিন পারদ চড়বে রাজ্যে। কলকাতায় আগামী কয়েক দিন পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুয়ে ফেলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করলেও এবারে সেই গ্রাফ ৪০ ডিগ্রী সেলসিয়াস হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, হাওয়ায় আদ্রতা কমে যাওয়ার কারণে আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আর এই মুহূর্তে তাপমাত্রা কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে তাপমাত্রা আরো বাড়াতে পারে। দুপুরের দিকে শুষ্ক এবং গরম বাতাসের কারণে লু বইতে পারে। এর ফলে হিটস্ট্রোক থেকে সাবধান হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তায় না থাকাই ভালো এই সময়।
আজ শনিবার দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতার কোথাও কোথাও। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।