নিউজরাজ্য

Sealdah station closed: আজ রাত থেকেই বন্ধ শিয়ালদহ স্টেশন, ১০ ঘন্টা বাতিল থাকবে এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন

মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে

Advertisement

মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০:২০ থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৮:২০ পর্যন্ত অর্থাৎ সর্বমোট ১০ ঘন্টা পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য এটা একটা বড় খবর। আজ শনিবার রাতে শিয়ালদাহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবরা, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল থাকবে। আগামীকাল রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া বনগাঁ, হাবরা, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর এর মধ্যে দুই জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর এবং গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বাতিল থাকবে রবিবার সকালে।

শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা পরে রওনা দেবে শিয়ালদহের উদ্দেশ্যে। ১২৩৭৮ পদার্থিক এক্সপ্রেস আজ বিকেল ৫:৪০ এর পরিবর্তে বিকেল ৭:৪০-এ অালিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়বে। ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার সকাল ৬:৩৫ মিনিট এর পরিবর্তে সকাল ৮:২৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।

১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল, আজ সন্ধ্যা ৬:১৫ মিনিটের পরিবর্তে ৯:১৫ মিনিটে হলদিবাড়ি থেকে রওনা দেবে। ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে ৫:৪০ মিনিট এর পরিবর্তে ৭:৫০ মিনিটে রওনা দেবে। ০৫৪২২ বালুরঘাট মালদহ টাউন স্পেশাল ট্রেন বালুরঘাট থেকে ১৮:৩০ এর বদলে ২২:৩০ – এ রওনা দেবে।

অন্যদিকে আজমের-শিয়ালদা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে। এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে চলাচলের স্টেশন বদল করে দেওয়া হয়েছে। রেলে তরফে এই হয়রানি এড়াতে যাত্রীদের পরিবর্তিত এই সূচি অনুযায়ী সফরের জন্য আবেদন জানানো হয়েছে।

Related Articles

Back to top button