নিউজদেশ

Indian Railway: AC কোচে ভ্রমণ করলে ভুল করেও করবেন না এই কাজ, হতে পারে জেলও

এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালে পান Indian Railway এর তরফে

Advertisement

ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। দেশের এককোনা থেকে অন্যকোনায় পৌঁছাতে সাধারণ মানুষের ভরসা এই ট্রেন। অনেক মানুষ ভারতের এই রেল পরিষেবা ব্যবহার করেন। আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলওয়ের তরফে এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পান। তবে রেলওয়ের নজরে এসেছে যে প্রায়শই লোকেরা ভ্রমণের পরে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। এই আইটেমগুলি ট্রেন যাত্রার সময় আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। এটি বাড়িতে নিয়ে যাওয়া অবৈধ।

আপনাদের জানিয়ে রাখি, কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে রেলওয়ের নিয়ম অনুযায়ী ত কে জেল বা জরিমানা করা হতে পারে। Railway Property Act 1966 অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিস চুরি করেন বা নিয়ে যান, তাহলে প্রথম দফায় এক বছরের জেল বা ১,০০০ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে দুই বছরের জেল ও ২,০০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি বারবার এই কাজ করলে তাকে বড় জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল করা হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়।

আপনি যদি ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই এই নিয়মের কথা মাথায় রাখবেন। নতুবা আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় রেল আবার পুরোনো নিয়মে তাদের এসি ইকোনমি কোচের ভাড়া কমিয়েছে। এবার সাধ্যের মধ্যেই ভ্রমণ করা যাবে এসিতে।

Related Articles

Back to top button