দেশনিউজ

SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন, তা না হলে ক্ষতি আপনারই!

Advertisement

কমল স্টেট ব্যাঙ্কের সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হবে বলে জানিয়েছে দেশের বৃহত্তম ঋণপ্রদায়ী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে যে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রয়েছে এমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে কমিয়ে ৩.২৫ শতাংশ করা হবে। তবে ১ লক্ষ টাকার ওপরে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অপরিবর্তিত থাকবে। এছাড়াও মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১ বছর থেকে অনূর্ধ্ব ২ বছরের  মেয়াদি আমানতে সুদের  হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে ১-২ বছরের মেয়াদে সুদের হার কমিয়ে ৬.৪০ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৬.৫০ শতাংশ। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে সমস্ত নতুন সুদের হার। বাজারে নগদের জোগান যথেষ্ঠ থাকায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

Related Articles

Back to top button