ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : যে পরিমান ক্যালোরি আপনি ব্যয় করেন তার থেকে বেশি পরিমাণ ক্যালোরি যদি আপনি গ্রহণ করে থাকেন তবে আপনার ওজন বেড়ে যাবে। ওজন কমানো খুব সহজ মনে হতে পারে কিন্তু তা একদমই না। বর্তমানে অনেক মানুষই এই বেশি ওজনের সমস্যায় ভুগছেন।
আসুন তবে জেনে নিই এর কিছু কারণ-
১) টেলিভিশন: টিভি দেখতে গেলে আমাদের এক জায়গায় বসেই দেখতে হয়। এছাড়া টিভি দেখার সময় অনেকেরই ফাস্টফুড খাওয়ার অভ্যাস থাকে। আর এর কারণেই ওজন বেড়ে যায়।
২) কম ঘুম: শরীর ঠিক রাখতে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমানো প্রয়োজন। একটি মানুষকে কমপক্ষে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো দরকার।
৩) ভালো আচরণ: আপনার ভালো আচরণের কারণে সবার সাথে আপনার সম্পর্ক সুমধুর হয়ে ওঠে। তবে এই কারণেই ওজন বেড়ে যায়। কারণ আপনার সম্পর্ক সবার সঙ্গে ভালো হওয়ার জন্য আপনি কারোর কথা ফেলতে পারেন না এবং প্রায়ই ফাস্টফুড খেয়ে থাকেন।
৪) জল কম খাওয়া: দিনে অন্তত ৮ লিটার জল পান করুন, এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৫) বয়স বাড়া: বয়স বাড়ার সাথে সাথে পেশি কমে যায়। এবং যার ফলে ওজন বাড়তে থাকে।
৬) লো ফ্যাট খাদ্য: ফ্যাক্টরিতে তৈরি low-fat খাদ্যে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে। যার কারণে ওজন দ্রুত বেড়ে যায়।
৭) মানসিক চাপ: স্ট্রেস থাকলে অনেক সময় আমরা মিষ্টি খাবার বা ফাস্টফুড খেয়ে থাকি যার কারণে ওজন বেড়ে যায়।
৮) দ্রুত খাবার খাওয়া: বর্তমান সমাজে ব্যস্ততার কারণে আমরা সকলেই খুব দ্রুত খাবার খেয়ে থাকি। কিন্তু এর কারনে ওজন বেড়ে যায়। কারণ দ্রুত খাওয়ার কারণে ব্রেইন ঠিক সময় সিগন্যাল পায় না যে পেট ভরে গেছে। এবং আমরা বেশি খেয়ে ফেলি।
৯) বড়ো প্লেট: খাবারের প্লেট ছোটো আকারের নেওয়া উচিত। যাতে খাবার খুব বেশি পরিমাণ না খাওয়া হয়। এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
১০) ঔষধ: কিছু কিছু ওষুধ আছে যা ওজনকে বাড়িয়ে দেয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না।