কলকাতা এবং দক্ষিণবঙ্গ এখনই তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পাচ্ছে না। বরং আরো কিছুদিন এই দাবদাহ চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির আপডেট দেওয়া হয়েছিল কয়েকটি জেলায়। তবে এখনই বৃষ্টি হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’দিন পর্যন্ত তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশেপাশের বেশ কিছু জেলায়।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে গরমের যে ইনিংস চলছে তা আরো লম্বা হবে। আরো শুষ্ক হবে রাজ্যের আবহাওয়া এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে সারা রাজ্যে। এই অবস্থা আগামী আরো ৫ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে গত ২ এপ্রিল থেকে এই পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে। আরো পাঁচ দিন পর্যন্ত এই আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বাঁকুড়ায় এবং সেখানে তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখী হবার সম্ভাবনা এবারে অনেকটা তাড়াতাড়ি। সেদিক থেকে দেখতে গেলেও বৃষ্টি আগে হয়েছে। কিন্তু দাবদাহ থেকে মুক্তির উপায় তেমন একটা নেই। মঙ্গলবার সল্টলেকে তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দীঘায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ। উত্তরবঙ্গেও শুরু হয়েছে গরমের স্পেল। দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।