Aadhaar and PAN card: আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে এল বড় পরিবর্তন, এবার ১,০০০ টাকা লেট ফি দেওয়ার আগে জেনে নিন
আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার আগে অবশ্যই এই বিষয়টা এবার থেকে মাথায় রাখতে হবে
এবার থেকে আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করার আগে অবশ্যই একটি বিষয় মাথায় রাখুন। নতুন করে দুটি কার্ড জুড়তে এবার আরও একটি নতুন বিকল্প নিয়ে এসেছে ভারত সরকার। এটা যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার অনেকটা সুবিধা হবে। ৩১ মার্চের পর প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময় সীমা অনেকটা বৃদ্ধি করা হয়েছে এবং নাগরিকদের স্বার্থে ৩০ জুন পর্যন্ত এই কাজে সময় দিচ্ছে সরকার। তবে এই ক্ষেত্রে ফর্মে একটি বিশেষ পরিবর্তন নিয়ে আসা হয়েছে যা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময় ১০০০ টাকা লেট ফি দেওয়ার আগে অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বছর নির্বাচন করুন। নতুন করে এই অপশন দিয়েছে আয়কর দপ্তর। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আপডেট করে তবে আপনি জরিমানা জমা করুন।
আয়কর বিভাগ এখন অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করার বিকল্প অনেকটা পরিবর্তন করেছে। ১০০০ টাকা লেট ফি জমা দেওয়ার জন্য এখন আপনাকে ২৪-২৫ ও other receipts (৫০০) হিসাবে টাকা জমার ধরন নির্বাচন করতে হবে। ঠিক যেমন ৩১ মার্চ ২০২৩ এর আগে আপনাকে ২৩-২৪ আর্থিক বছর নির্বাচন করতে হতো।
কীভাবে আধারের সাথে প্যান লিঙ্ক করবেন
আয়কর বিভাগের পোর্টালের মাধ্যমে
1: আইটি বিভাগের ই-ফাইলিং পোর্টাল, ‘https://www.incometax.gov.in/iec/foportal/’ -এ যান।
2: ওয়েবপৃষ্ঠার ‘Quick Links’ বিভাগের অধীনে ‘লিঙ্ক আধার’ বিকল্পে ক্লিক করুন।
3: এটি আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাবে। যেখানে প্যান নম্বর, আধার নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ যেমন আপনার নাম লিখতে হবে।
এসএমএসের মাধ্যমে
1. টাইপ করুন ‘UIDPAN < 12-সংখ্যার আধার নম্বর > <10-সংখ্যার PAN >’
2. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে 56161 বা 567678 নম্বরে এই SMS পাঠান৷