প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বর্তমান ডিজিটাল দুনিয়াতে সাইবার ক্রাইম অন্যতম একটা চিন্তার কারণ হয় দাড়িয়েছে আর এবার জিও গ্রাহকরা সাবধান হয় যান! আপনার মোবাইলে কি জিও এর অফার নিয়ে কোনো মেসেজ এসেছে ? যদি এমন কোনো মেসেজ আপনার মোবাইলে এসে থাকে তাহলে আপনিও এবার সাবধান হয় যান। সাইবার সুরক্ষা রিপোর্ট অনুযায়ী, জিও পরিষেবা সম্পর্কে ১৫২ টি অ্যাপ এর মাধ্যমে গ্রাহক দের কাছে ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে।এই অ্যাপগুলির মাধ্যমে গ্রাহকদের কাছে বিনামূল্যে ডেটা বৃদ্ধির টোপ দেওয়া হচ্ছে। আদতে এগুলি গ্রাহকদের তথ্য চুরির ফাঁদ বলে জানাচ্ছে সংস্থাটি। কেউ কেউ আবার জিও এর আইকন ব্যাবহার করছে। জিও গ্রাহকদের সতর্ক করা হচ্ছে যে তারা যেনো ভুল করেও এই ধরনের ফাঁদে পা না দেয়।