জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৯০ সেকেন্ডে ধরা পড়বে ত্বকের ক্যান্সার! জেনে নিন কিভাবে

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সম্প্রতি অস্ট্রেলিয়ায় নতুন এক পরীক্ষা করা হয়েছে ত্বকের ক্যান্সার নিয়ে। নতুন এই পরীক্ষা দ্বারা কোনো ব্যক্তির ত্বকের ক্যান্সার আছে কিনা তা জানা যাবে মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে।

আমাদের ত্বকে মেলানিন নামে এক প্রকার পদার্থ আছে। এই মেলানিনের কোষে কোনো ধরনের টিউমার তৈরি হবার সম্ভাবনা আছে কিনা তা সহজেই জানা যাবে এই পরীক্ষার মাধ্যমে। মেলানিনের কোষে যদি টিউমার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই টিউমারই পরবর্তীকালে ত্বকের ক্যান্সার রূপে দেখা দিতে পারে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট।

অস্ট্রেলিয়ার গবেষকরা নতুন এই পরীক্ষাটি আবিষ্কার করেছেন। অস্ট্রেলিয়ার গবেষকরা জানাচ্ছেন কোনো ব্যক্তির শরীরের আঁচিল, তিল, তার চুলের রঙ, বয়স, লিঙ্গ এবং কোন সানস্ক্রিন ব্যবহার করে তা নিয়ে কিছু প্রশ্ন করা হবে এই পরীক্ষাতে। এইসব বিষয় কে পরীক্ষা করেই জানা যায় ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা।

অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যান্সার চতুর্থ স্থানে রয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৫ জন রোগী মারা যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আর প্রতিবছর সারা পৃথিবীতে প্রায় দুই লাখেরও বেশি মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন। এবং মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ হাজারেরও বেশি। এই ত্বকের ক্যান্সার যে ঠিক কি কারণে হয় সেটি এখনও বিজ্ঞানীদের কাছে অধরা। তবে বিজ্ঞানীদের অনুমান এর কারণ সূর্যরশ্মি এবং বংশগত হতে পারে।

যেসব ব্যক্তির শরীরে তিলের সংখ্যা বেশি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই পরীক্ষার মাধ্যমে যদি প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়ে তাহলে তার চিকিৎসা করা সম্ভব হবে। এমনটাই জানানো হচ্ছে বিবিসির তরফ থেকে।

Related Articles

Back to top button