নিউজদেশ

Dearness Allowance: দারুন খবর, এবারে এক ধাক্কায় ২ লাখ টাকা আসবে কর্মীদের অ্যাকাউন্টে, জানুন বিস্তারে

এবারে কর্মীদের অ্যাকাউন্ট একেবারে টাকায় ভরিয়ে দেবে সরকার

Advertisement

কেন্দ্রের মোদী সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের একটি দারুন খবর দিতে চলেছে, যার আলোচনা ইতিমধ্যেই চলছে সব জায়গায়। মনে করা হচ্ছে যে, সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আটকে থাকা ডিএ বকেয়া টাকা দিতে পারে। এর ফলে প্রায় এক কোটি লোক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

যদি এমনটা হয়, তাহলে কর্মীদের অ্যাকাউন্টে প্রচুর টাকা আসবে, যা ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে বুস্টার ডোজ হিসাবে কাজ করবে। আসলে, কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই তাদের বকেয়া ডিএ- র দাবি করে আসছে। যদিও কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে এমন কিছু বিবৃতি এখনো দেয়নি, তবে মিডিয়া রিপোর্টে শিগগিরই একটি বড় দাবি করা হবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার শীঘ্রই ১৮ মাস ধরে আটকে থাকা ডিএ বকেয়ার টাকা কর্মীদের অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে, যার ফলে বিপুল সংখ্যক কর্মচারী উপকৃত হবেন। কেন্দ্রীয় কর্মীরা ৩৪,৪০২ কোটি টাকা পর্যন্ত লাভ দেখতে পাবেন। এর সাথে সাথেই ৪৮ লাখ কর্মচারী এবং ৬৮ লাখেরও বেশি পেনশনভোগী এর বাম্পার সুবিধা পেতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি যে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বকেয়া মোদি সরকার এখনো প্রেরণ করেনি। তারপর থেকেই কেন্দ্রীয় কর্মচারীরা লাগাতার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত না দিলেও এখন মনে করা হচ্ছে সরকার এবং কর্মচারীদের মধ্যে একটি ঐকমত্য তৈরি হচ্ছে। যদি এটি সঠিকভাবে হয়, তবে খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে।

একাউন্টে কত টাকা আসবে?

মনে করা হচ্ছে ১৮ মাসের ডিএ বকেয়া কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা হবে। তাহলে এবারে প্রশ্নটা হলো, তাদের অ্যাকাউন্টে কত টাকা আসবে? জানিয়ে রাখি, লেভেল ১৩ কর্মচারীরা ১,২৩,১০০ থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। এর সাথে লেভেল-১৪ (পে স্কেল) এর জন্য ডিএ বকেয়া ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকার মধ্যে হতে পারে। আগামী হোলির মধ্যেই এই টাকা ঢুকতে পারে কর্মীদের অ্যাকাউন্টে।

Related Articles

Back to top button