গতকাল দেশের ১৬ তম বন্দে ভারত ট্রেন উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নতুন ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে। সর্বমোট ১১ টি জেলা দিয়ে ছুটবে এই ট্রেন। দুই প্রান্তিক স্টেশনের মাঝখানে মোট সাতটি স্টেশনে থামবে এই ট্রেন। দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, তিরুবনন্তপুরম থেকে ছেড়ে এই ট্রেন কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশূর, শোরানুরজেন, কোঝিকোড়, কান্নুর হয়ে শেষে কাসারগড় জেলায় গিয়ে থামবে। ভোর ৫:২০ মিনিটে ছাড়বে এই ট্রেন এবং ফিরতি ট্রেন ছাড়বে দুপুর ২:৩০ মিনিটে।
জানা গিয়েছে বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিন এই ট্রেন চলবে। ভোর ৫:২০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছেড়ে বন্দে ভারত কাসারগড় জেলায় পৌঁছাবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে দুপুর আড়াইটার সময় ছেড়ে কাসারগড় থেকে ট্রেনটি তিরুবনন্তপুরমে পৌঁছবে, রাত ১০:৩৫ মিনিটে। এই রুটে এর আগে সব থেকে দ্রুততম ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস ১০ ঘন্টা ৪৫ মিনিটে এই পথ অতিক্রম করতে পারত। কিন্তু এই ট্রেন মাত্র ৮ ঘন্টা ৫ মিনিটে এই পথ অতিক্রম করতে পারবে।
কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের ভাড়া ১৫২০ টাকা। এর মধ্যে ৩০৮ টাকা ক্যাটারিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। যদি আপনি এক্সিকিউটিভে যান তাহলে এই রুটের ভাড়া ২৮১৫ টাকা। এরমধ্যে ৩৬৯ টাকা ক্যাটারিং চার্জ রয়েছে। যাত্রীরা ট্রেনের টিকিট কাটার সময় যদি খাবার বাদ দিতে বলেন, তাহলে খাবারের টাকা ট্রেনের টিকিট থেকে বাদ যাবে। অন্যদিকে, তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত রুটে ভাড়া ১৫৯০ টাকা। এর মধ্যে ক্যাটারিং চার্জ ৩৭৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এক্সিকিউটিভ এর ভাড়া ২৮৮০ টাকা। এর মধ্যে ক্যাটারিং চার্জ রয়েছে ৪৩৪ টাকা। ট্রেনে ১৬টি করে কোচ থাকবে। রেলপথে দক্ষিণ কেরল থেকে উত্তর কেরলে যাওয়ার এখন সব থেকে দ্রুত উপায় হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।