নিউজপলিটিক্স

যাদবপুরের ঘটনার পর এখন কোথায় আছেন বাবুল সুপ্রিয়?

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার পর থেকেই নিয়মিত শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। গত ৫ দিনে অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার এ কথা স্যোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আসানসোলের এই বিজেপি সাংসদ। এদিন ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানান, একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে সপরিবারে আমেরিকায় গিয়েছেন তিনি।

সেখানেই গত ৫ দিন ধরে শারীরিক সমস্যা এতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে, স্ত্রী ও পরিজনরা জোর করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপরই তিনি দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘মারধরে’র জেরেই তাঁর এই সমস্যার সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। এমআরআই করা হয়েছে এবং নিউরোলজিস্ট দেখছেন, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি আরও দাবি করেন, বাঁ চোখের মণির পিছনে কান পর্যন্ত যন্ত্রণা হচ্ছে তাঁর এবং এজন্য রোজ মাথাব্যথাও হয়।

এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আক্রমণ করে তিনি লেখেন, আধুনিক বাংলার তথাকথিত পড়ুয়াদের আক্রমণেই তাঁর আঘাত লেগেছে। কালো পতাকা লাগানো লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসএফআই-নকশাল বলে যাঁরা নিজেদের বড়াই করেন, তাঁরাই সেদিন ধাক্কা মেরেছেন এমনও অভিযোগ আনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Related Articles

Back to top button