LIC নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি পোস্ট৷ তবে কি সত্যি ডুবে যাচ্ছে এলআইসি? সেই পোস্ট ঘিরে ইতিমধ্যে আতঙ্কও তৈরি হয়েছে পলিসি হোল্ডারদের মধ্যে। তবে বুধবার সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। পলিসি হোল্ডারদের টাকা সমস্ত সুরক্ষিত আছে।
সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে , ‘সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পোস্ট ভিত্তিহীন। এইগুলো সমস্ত ভুয়ো খবর। এই খবরগুলো ছড়িয়ে পলিসি হোল্ডারদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনরা এই সমস্ত ভুয়ো খবরে মাথা না ঘামিয়ে এড়িয়ে যান।’
আরও জানা গিয়েছে যে, এলআইসি এর পলিসি মার্কেটে তাদের শেয়ার আগের থেকে বেরেছে। এলআইসি ২০১৮-১৯ সালে পলিসি হোল্ডারদের সবচেয়ে বেশি প্রায় ৫০ হাজার কোটি টাকার বোনাস দিয়েছে।