ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ফের বিরাট কোহলিকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতের সময় এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, কোহলির সঙ্গে যে অন্যায় ঘটেছে, সে প্রসঙ্গেও সত্যতা তুলে ধরেন রবি শাস্ত্রী। এদিন তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’আপনি তাকে অধিনায়কত্ব থেকে সরাতেই পারেন। তবে তার অর্জিত কৃতিত্ব তাকে দেওয়া উচিত।’
উল্লেখ্য, বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করার পূর্বে তার নেতৃত্বে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল টিম ইন্ডিয়া। করোনার কারণে ৪টি ম্যাচ খেলে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। যে সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে ২-১ ব্যবধানে এগিয়েছিল ভারতীয় দল। পরবর্তীতে যখন সিরিজের বাকি থাকা একটি ম্যাচ খেলার উদ্দেশ্যে ভারতীয় দল ইংল্যান্ডে যায়, তখন দলে বিরাটের উপস্থিতিতেও নেতৃত্ব তুলে দেওয়া হয় জসপ্রিত বুমরাহর হাতে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বিষয়টি নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। তিনি এদিন বলেন, ‘২০২২ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে অধিনায়কত্ব করতে দেওয়া উচিত ছিল বিরাট কোহলিকে। কারণ তার নেতৃত্বে ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। যদি আমি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতাম, তবে অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করতাম অন্তত ওই ম্যাচে বিরাটের কাঁধে নেতৃত্ব দিতে।’
রবি শাস্ত্রী আরও বলেন,’এখনও ফুরিয়ে যাননি বিরাট কোহলি। আমি আবারও দেখতে চাইবো, তিনি ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। কারণ তার নেতৃত্বে ভারতীয় দলের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়, তা বহুদিন থেকে মিস করছি।’ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর বর্তমানে জাতীয় দলের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। তবে তাকে আর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে কি না, সেটি নির্ভর করছে সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর।