বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আর শেষ কয়েকদিনে যেন এই সমস্যা কাটছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদা শাখায়। মে মাসের শুরুতে এই ট্রেন বাতিলের কারণে ফের চরম ভোগান্তির শিকার হতে হবে নিত্যযাত্রীদের।
চলতি মাসের শুরুতেই ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে ব্যাপক। মে মাসের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। ১ মে থেকে ১০ মে পর্যন্ত টানা দশ দিন বাতিল থাকবে ওই ট্রেনগুলি। রেলের তরফে জানানো হয়েছে ওই সময়ে লিলুয়া-বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণে ওই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা দশ দিন এই ট্রেনগুলি বাতিল থাকার ফলে সংশ্লিষ্ট রুটগুলির বাকি ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনাও থাকছে। আর একইসঙ্গে যাত্রীদেরও নাকাল হতে হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
মে মাসের ১০ দিনে বাতিল ট্রেনের তালিকা:
- হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫
- পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন- ৩৭৬১৪
- বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে- ৩৭৮৩৪, ৩৭৮৪০
- তারকেশ্বর থেকে বাতিল ট্রেন- ৩৭৩৫৪
- গুড়াপ থেকে বাতিল ট্রেন – ৩৬০৭২
- শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন – ৩৭০১২