খেলাক্রিকেট

Virat Kohli: ‘শোনার ক্ষমতা না থাকলে বলতে এসো না!’ ড্রেসিংরুমে গিয়ে গম্ভীরের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন কোহলি

খেলার মাঝে দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষ হলেও ম্যাচ শেষে গৌতম গম্ভীরের সাথে মহাযুদ্ধ শুরু হয় বিরাট কোহলির।

Advertisement

খেলার মাঠে এমন সংঘর্ষ বিগত এক দশকেও ঘটেছে বলে প্রমাণ নেই। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচেও উত্তেজনার পারদ কখনো এতটা উঠেছে বলেও ধারণা নেই। যেমনটা ঘটলো ২০২৩ আইপিএলে লখনউ সুপার জায়েন্টস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়ের মধ্যে। আসলে ঘটনাটির সূত্রপাত ঘটে চিন্নস্বামীতে, যেখানে ব্যাঙ্গালোরকে হারিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেছিলেন লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর।

সেই সময় বিষয়টি ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের চোখে পড়লেও চোখ বন্ধ করে মাঠ ত্যাগ করেছিলেন বিরাট কোহলিরা। অপেক্ষা করছিলেন, গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য। আর গতকাল লখনউয়ের ঘরের মাটিতে সেই সুযোগ আশ্চর্যজনকভাবে পেয়ে যায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়রা। যে সুযোগের সদ্ব্যবহার করতে একটুও ভোলেননি ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। তবে লখনউয়ের বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিরাট কোহলিরা। দলের হয়ে সর্বোচ্চ ডুপ্লেসিস ৪৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এদিকে মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১০৯ রানে অলআউট হয়ে যায় গৌতম গম্ভীরের দল।

খেলার মাঝে দুই দলের মধ্যে একাধিকবার সংঘর্ষ হলেও ম্যাচ শেষে গৌতম গম্ভীরের সাথে মহাযুদ্ধ শুরু হয় বিরাট কোহলির। বিগত ম্যাচে যেমন গৌতম গম্ভীর মুখে আঙুল দিয়ে ব্যাঙ্গালোরকে চুপ থাকার জন্য অঙ্গভঙ্গি করেছিলেন, ঠিক গতকাল ম্যাচে লখনউকে হারিয়ে একই রকম অঙ্গভঙ্গি করেন বিরাট কোহলি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন গৌতম গম্ভীর। ড্রেসিংরুমে গিয়ে অবশ্য বিরাট কোহলি বলেন,’যদি শোনার ক্ষমতা না থাকে তবে কখনো বলতে এসো না।’ দুই তারকা ক্রিকেটারের এই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button