Viral: উড়ানের আগেই গোলযোগ প্লেনে! এয়ারলাইন্স কর্মীদের সমস্যা সমাধানের উপায় দেখে সন্দেহ এই মহিলার মনে, ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
আকাশপথ যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। তবে অনেকসময় উড়ানের আগে গোলযোগ দেখা দেয় প্লেনে, যা নিরাময় করতে সদাসর্বদা ব্যস্ত ও প্রস্তুত থাকেন এয়ারলাইন্সের কর্মীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় টুইটারের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্র ধরে এক যাত্রী এয়ারলাইন্স কর্মীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্য সেই নিয়ে সাফাইও দিয়েছেন নির্দিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা।
Spirit Airlines repair technician caught taping the plane wings before takeoff…because I'm sure a little tape will hold the plane together. pic.twitter.com/H8axbcizKC
— ZeroHedge (@govttrader) April 26, 2023
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলাকে প্লেনের মধ্যে বসেই ভিডিও করতে দেখা গিয়েছে। ভিডিওতে এক এয়ারলাইন্স কর্মীকে প্লেনের ডানায় এক বিশেষ ধরনের টেপ লাগাতে দেখা গিয়েছে। তবে এই বিষয়টি নিয়েই প্রশ্ন জেগেছে এই মহিলার মনে, ভিডিও করতে করতে সেকথাই উল্লেখ করেছিলেন তিনি। তার মনে সন্দেহ জেগেছে ঐ টেপ কি করে একটি গোটা প্লেন ধরে রাখবে! বলাই বাহুল্য, এই ভিডিওটি ‘জিরো হেজ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শেয়ার হওয়া মাত্রই নেটনাগরিকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল হয়েছে ঝলকটি।
এই মুহূর্তে এই প্রসঙ্গে ‘স্পিরিট এয়ারলাইন্স’এর মুখপাত্র মাইকেল লোপার্ডি জানিয়েছেন, তিনি তাদের ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছেন সেটি ‘স্পিড টেপ’ ছিল। সেটি যে সাধারনের জন্যও যথেষ্ট নিরাপদ, সেকথাও জানিয়েছেন তিনি। স্পিড টেপ অ্যালুমিনিয়াম ভিত্তিক একটি টেপ, যা ইউভি রশ্মি, প্রবল বাতাস, -৬৫ ও ৩০০° ফারেনহাইট তাপমাত্রার পাশাপাশি আদ্রতাও সহ্য করতে সক্ষম।