ভাইরাল & ভিডিও

রাস্তার ধারে বসে তৃষ্ণা মেটাচ্ছে বিরাট বাঘ, অপূর্ব দৃশ্য দেখে অবাক পর্যটকরা

বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে আমাদের দেশে তৈরি হয়েছে প্রচুর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি পার্ক

Advertisement

আজকাল পৃথিবীর প্রত্যেকটি দেশে ফ্লোরা ও ফণা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে সরকার বেশকিছু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করে। এই সমস্ত ন্যাশনাল পার্কে সেই অঞ্চলের সমস্ত বন্য প্রাণী বসবাস করে। এই জঙ্গলের কোর এলাকার বাইরে একটি জঙ্গলের অংশ থাকে, যাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলেও হিংস্র বন্য প্রাণী পাওয়া যায়। আমাদের দেশ ভারতেও রয়েছে এমন কিছু পার্ক যেখানে অবাধে ঘুরে বেড়ায় হিংস্র পশু পাখিরা। তবে এই সমস্ত পার্কে জঙ্গল সাফারিও হয়। সম্প্রতি উত্তরাখণ্ডের একটি জঙ্গল সাফারির ভিডিও ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হচ্ছে।

সাধারণ মানুষের জীবনে এমন ঘটনা খুব কমই ঘটে যে হঠাৎ করেই তার চোখের সামনে চলে এসেছে একটি বিশাল বড় বাঘ। কিন্তু জঙ্গল সাফারি করতে গেলে এইরকম ঘটনা প্রায়ই দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে পার্কের রাস্তার মাঝে বসে জল খাচ্ছে এক বিশাল বাঘ। সে যে এক অপরূপ দৃশ্য, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটি উত্তরপ্রদেশের কাতার্নিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য (কাটারনিঘাট ডব্লিউএলএস) থেকে, যা উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় অবস্থিত। ভারতীয় বন পরিষেবা (IFS) অফিসার প্রবীন কাসওয়ান তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে এটি টুইটারে পোস্ট করেছেন । ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য রোড স্টপার! কাটারনিয়াঘাট WLS’ থেকে। ১ মে শেয়ার করা এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৯ হাজার মানুষ দেখেছেন। সেই সঙ্গে লাইকও করেছেন ১ হাজারের বেশি মানুষ। আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।

Related Articles

Back to top button