Fd Rates: ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের জন্য বিরাট সুখবর, এক ধাক্কায় অনেকটা বাড়লো সুদের হার
ফিক্সড ডিপোজিটে এবারে সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্ক অফ বরোদা
সম্প্রতি ২ কোটি টাকার নিজের স্থায়ী আমানত বা ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ১২ মে ২০২৩ থেকে ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। বর্তমান সময়ে টাকা সঞ্চয়ের খুব ভালো মাধ্যম হল ফিক্স ডিপোজিট। সেই কারণেই যাতে ব্যাঙ্ক অফ বরোদার মাধ্যমে গ্রাহকরা সবথেকে বেশি লাভ করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে। এতে বিনিয়োগ করলে একজন গ্রাহক নিশ্চিত এবং ভালো রিটার্ন পেয়ে যাবেন প্রতি মাসে।
ব্যাঙ্ক অফ বরোদা এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে। এই ব্যাংক ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট এর মেয়াদে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ দিতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদা অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট এর নতুন রেট ১২ মে ২০২৩ থেকে কার্যকর হবে।
নতুন ফিক্সড ডিপোজিট রেট কিরকম?
১. ব্যাঙ্ক অফ বরোদা ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে ২ কোটি টাকার কম মূল্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৩ শতাংশ সুদের হার অফার করছে।
২. ১৫ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর উপরে ৩ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
৩. ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাচ্ছে।
৪. ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৪.৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
৫. ১৮১ থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.২৫ শতাংশ সুদের হার মিলবে।
৬. ২১১ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপরে মিলবে ৫.৭৫ শতাংশ সুদ।
৭. ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে পাওয়া যাবে ৫.৭৫ শতাংশ সুদ।
৮. ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
৯. ১ বছর থেকে ৪০০ দিনের আমানতের ক্ষেত্রে পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ হারে সুদ।
১০. ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট এর উপরে ৭.২৫ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক অফ বরোদা।
১১. ৪০০ দিন থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিট এর উপরে ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
১২. ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের ডিপোজিট এর ক্ষেত্রে ৭.০৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
১৩. ৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।
১৪. ৫ বছর থেকে ১০ বছরের আমানতের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।
১৫. ১০ বছরের বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হবে।