গত বুধবার সাধারন মানুষের আনলিমিটেড কলের ওপর বাধা সৃষ্টি করেছিল জিও। মুকেশ আম্বানির সংস্থা জানিয়েছে, এবার জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। যা প্রতি মিনিটে ছয় পয়সা। যার ফলে সমালোচনার সম্মুখীন হয়েছে জিও। এবার জিওর পর আবার এক গুরুত্বপূর্ণ ঝোষনা করল আইডিয়া।
আইডিয়া যা বর্তমানে ভোডাফোনের সাথে যুক্ত রয়েছে। এরাও এক প্যাকের ঘোষনা করল। এই প্যাকে রয়েছে প্রতিদিন ৩ জিবি ডাটা। আনলিমিটেড কল, ২৮ দিনের জন্য মাত্র ১৯৯ টাকায়। অর্থাৎ আগে থেকেও বেশি ডাটা দিচ্ছে আইডিয়া। যা সাধারন মানুষের কাছে সুখের খবর।