খেলাক্রিকেট

Cricket News: ICC-র মোট লাভের ৪০ শতাংশ পাবে ভারত! শুনেই জ্বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

কোন পরিসংখ্যানের ভিত্তিতে আইসিসি তাদের লভ্যাংশের পরিমাণ ভাগাভাগি করলো এবং কেন ভারতকে তারা লাভের ৪০ শতাংশ দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাজম শেঠী।

Advertisement

আগামী চার বছরের জন্য প্রস্তাবিত বাজেটের লভ্যাংশ ভাগ করে ফেলল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ ক্রমে আইসিসির মোট লাভের প্রায় ৪০ শতাংশ পাবে ভারত। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই জ্বলে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোন সূত্রে ভারত বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার নিকট থেকে এত পরিমান লভ্যাংশ পাবে, তা নিয়ে প্রশ্ন বান ছুড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এমনিতেই উত্তপ্ত রয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবেনা বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে আসন্ন বিশ্বকাপে ভারতের মাটিতে আসবেনা পাকিস্তান, এমনও গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ভারতের তীব্র বিরোধিতার কারণে পাকিস্তানের মাটি থেকে এশিয়া কাপের মেগা আসর স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। ফলশ্রুতিতে ভারতের ওপর অপ্রসন্ন রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমন পরিস্থিতিতে আগামী ২০২৭ সাল পর্যন্ত আইসিসির লভ্যাংশ ভাগের প্রক্রিয়া সমাপ্ত হতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারন, আইসিসির প্রস্তাব অনুযায়ী তাদের মোট লাভের প্রায় ৪০ শতাংশ (১৮৯৫ কোটি টাকা) পাবে ভারত। যেখানে ইংল্যান্ড পাবে ৬.৮৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ,যা ভারতীয় মুদ্রাতে প্রায় ৩০৮ কোটি টাকা। পিসিবি ৫.৭৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৮৪ কোটি টাকা পাবে। পাশাপাশি আইসিসি-র সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে পাবে ৫৫১ কোটি টাকা।

আর এতেই জ্বলে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ পাকিস্তানের আমজনতা। কোন পরিসংখ্যানের ভিত্তিতে আইসিসি তাদের লভ্যাংশের পরিমাণ ভাগাভাগি করলো এবং কেন ভারতকে তারা লাভের ৪০ শতাংশ দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাজম শেঠী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মনে করছেন, এটা ভারতের জন্য একপাক্ষিক সিদ্ধান্ত আইসিসির।

Related Articles

Back to top button