ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office scheme: মাত্র ১ হাজার টাকা দিয়ে খুলুন পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট, পাঁচ বছরে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা

পোস্ট অফিস এই মুহূর্তে আকর্ষণীয় কিছু বিনিয়োগ প্রকল্প ভারতবাসীদের জন্য নিয়ে এসেছে

Advertisement

আপনি যদি পোস্ট অফিসে এই মুহূর্তে নিরাপদে বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য একটা বড় সুযোগ রয়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের উপরে ৭.৪ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। পোস্ট অফিস ইন্ডিয়া সম্প্রতি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে এসেছে প্রবীণ নাগরিকদের জন্য। অবসরপ্রাপ্ত বিনিয়োগকারীদের জন্য আরো উপকারী হয়ে উঠেছে এই প্রকল্পটি। তারা তাদের কষ্টার্জিত অর্থ একটি নিরাপদ প্রকল্পে জমা রাখতে পারেন যা পরবর্তীতে একটি দারুন রিটার্ন দেবে তাদের। এছাড়াও ষাট বছরের বেশি বয়সী বিনিয়োগকারীরা শুধুমাত্র সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি স্বেচ্ছা অবসর প্রকল্প গ্রহণ করেছেন যারা, তারাও এই প্রকল্পে একাউন্ট খুলতে পারেন। মাত্র ১ হাজার টাকা দিয়ে এই প্রকল্পের একাউন্ট খোলা যায়। তারপরে আপনি যত ইচ্ছা বিনিয়োগ করুন এবং সুদের লাভ গ্রহণ করুন।

পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে মাত্র ৫ বছরের ১৪ লক্ষ টাকা পেতে পারেন আপনি। এতে আপনাকে ওই প্রকল্পে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং পাঁচ বছর পরে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ হারে ১৪,২৮,৯৬৪ টাকা পেয়ে যাবেন। বিনিয়োগ কারীরা পাঁচ বছরে তাদের বিনিয়োগের উপরে ৪,২৮,৯৬৪ টাকা সুদ পেয়ে যাবেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিনিয়োগকারীরা তাদের সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্টে ১৫ লাখ টাকার বেশি কিন্তু রাখতে পারবেন না। ১ লাখ টাকার কম হলে এই টাকা নগদে পরিশোধ করা যাবে। তবে তার বেশি টাকা হলে আপনাকে চেক দিতে হবে। এই প্রকল্পের পরিপক্কতার সময়কাল পাঁচ বছর। তবে বিনিয়োগকারীরা মেয়াদ পূর্তির পর এই মেয়াদ আরো তিন বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। তার পাশাপাশি আপনি যদি পুরনো নিয়ম অনুযায়ী আয়কর দেন তাহলে আপনি আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী কিছু ছাড় পেতে পারবেন।

সিনিয়া সিটিজেন সেভিংস স্কিমে জমা করা টাকার উপরে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। অর্থাৎ অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি রিটার্ন দেওয়া হবে এই প্রকল্পে। কিন্তু যদি পোস্ট অফিস অ্যাকাউন্ট খোলার এক বছর পরে আপনি বন্ধ করে দেন তাহলে জমার পরিমানের উপরে ১.৫ শতাংশ টাকা কেটে তারপর হিসাব করা হবে। অন্যদিকে, যদি দু’বছর পরে আপনি বন্ধ করেন তাহলে জমা টাকা থেকে ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। তবে, আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে অনলাইনে এই ধরনের অ্যাকাউন্ট খোলার কোন উপায় নেই। তাই আপনাকে পোস্ট অফিসে গিয়ে তারপরেই এই অ্যাকাউন্ট খুলতে হবে।

Related Articles

Back to top button