জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জৈষ্ঠ্য অমাবস্যাতেই পালিত হয় শনি জয়ন্তী। তবে চলতি বছরে শনি জয়ন্তী পালিত হবে শুক্রবার, ১৯’শে মে। এটিকে শুভ দিন হিসাবেই মানা হয়। মনে করা হচ্ছে এই শনি জয়ন্তী মূলত ৫ রাশির জন্যই শুভ। কারণ এই শনি জয়ন্তীতে নিম্নলিখিত ৫ রাশির ধনসম্পদ বৃদ্ধি পাবে। মিলবে বড় সাফল্যও।
১) বৃষ রাশি – শনি জয়ন্তী এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। এই রাশির অধিপতি শুক্র শনির বন্ধুত্বপূর্ণ গ্রহ। আর সেই কারণবশতই এই রাশির উপর শনি সদা সর্বদা সদায় থাকেন। আর এর ফলে আয় ও অর্থ বৃদ্ধি পায়। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। জীবনে সুখ ও সম্মানও বৃদ্ধি পাবে।
২) কর্কট রাশি – এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পক্ষে শনি থাকবে। কোনো নির্দিষ্ট কাজের শেষে সুখ ও স্বস্তি বজায় থাকবে। চাকুরীজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টি শুভ।
৩) তুলা রাশি – এই রাশির অধিপতিও শুক্র। ফলে শনি সদয় থাকে সর্বদা। এই রাশির জাতক জাতিকাদের এবারের শনি জয়ন্তীতে ধন সম্পদ সম্মান ও সাফল্য বৃদ্ধি পাবে। সুযোগ রয়েছে ভ্রমণেরও।
৪) কুম্ভ রাশি – এই রাশির অধিপতি শনি। আর এই কারণে গঠিত হয়েছে রাজযোগ। যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সময় শুভ যাবে। কর্মক্ষেত্রেও পদোন্নতির সুযোগ থাকবে।
৫) মকর রাশি – এই রাশিরও অধিপতি শনি। যার ফলস্বরূপ এই রাশির জাতক-জাতিকাদের উপর সদাসর্বদা শনি সদয় থাকে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জাতি ও সম্মান অর্জনেরও সুযোগ রয়েছে। রাজনীতির সাথে ব্যক্তিদের উন্নতির সুযোগ রয়েছে।