সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বস্তি যুগিয়েছে হঠাৎ কালবৈশাখী। আবারও সপ্তাহ শেষে কিছুটা স্বস্তি জোগাবে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েক দিন হালকা থেকে ভারী বৃষ্টি হতে চলেছে গোটা দেশে। ইতিমধ্যেই, আন্দামানে প্রবেশ করেছে বর্ষা। নির্দিষ্ট সময়ের আগেই বলতে গেলে বর্ষা প্রবেশ করেছে। ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করেছে এই বর্ষা। এর ফলে বঙ্গোপসাগরের উপকূল ধরে একাধিক জায়গায় বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, গোটা দেশে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং লাগোয়া সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ২৩ শে মে পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে মৌসম ভবনের পূর্বাভাসে। এর পাশাপাশি অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।
মৌসম ভবন আগেই জানিয়েছিল, আগামী ১ জুন বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বঙ্গোপসাগর উপকূল ধরে মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। এর ফলে এখনই মূল ভূখণ্ডে না প্রবেশ করলেও আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের ধারের উপকূলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ ভারতে বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল।