নিউজরাজ্য

Rain forecast for next 5 days WB: সোমবার হবে বৃষ্টি, মঙ্গলবার ও বুধবার ব্যাপক ঝড় উঠবে এই ১৫টি জেলায়, কোথায় কবে হবে বৃষ্টি?

অস্বস্তিকর গরম চলবে কিন্তু সোমবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে

Advertisement

সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড়ের বেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। আবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কয়টি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে।

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বেশ কিছু জায়গায়। শুধু মঙ্গলবার প্রত্যেকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথেই থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়।

অন্যদিকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আগে যেরকম আবহাওয়া ছিল ঠিক সেরকমই আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন।

Related Articles

Back to top button