বড় উপহার EPFO কর্মীদের, এই দিনে অ্যাকাউন্টে আসতে চলেছে ৬৬ হাজার টাকা
কর্মীরা তাদের EPF অ্যাকাউন্টে ৮.১৫% সুদ পাবেন
চলতি অর্থবছরে অবশেষে সুদের হার বাড়ালো EPFO। ২০২১-২২ অর্থবছরে কর্মীদের ভবিষ্যৎ তহবিল আমানতের ওপর চার দশকের মধ্যে সবচেয়ে কম সুদের হার নির্ধারণ করা হয়েছিল। ওই অর্থবছরে সরকার সুদের হার ৮.১% নির্ধারণ করেছিল। তবে এবার ২০২২-২৩ অর্থবছরের সরকার এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ০.০৫% বাড়ালো। এবার কর্মীরা তাদের EPF অ্যাকাউন্টে ৮.১৫% সুদ পাবেন।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সুদের হার ০.০৫ শতাংশ বাড়িয়ে ৮.১৫ শতাংশ করেছে। আগে ছিল ৮.১০%। এটি FY19 এর পর প্রথম বৃদ্ধি। ২০২২ সালের মার্চ মাসে, সরকার ৬ কোটিরও বেশি সক্রিয় গ্রাহকদের জন্য ৮.১০ শতাংশে EPF হার নির্ধারণ করেছিল, যা ১৯৭৭-৭৮ সালের পর থেকে সর্বনিম্ন।
প্রভিডেন্ট ফান্ডের কর্মীরা যদি ৬ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তারা ৫০ হাজার টাকা পেয়ে যাবেন। নতুন অর্থবছরে যেহেতু সুদের পরিমাণ ৮.১৫ শতাংশ, তাই তাদের একাউন্টে ৫০ হাজার টাকা করে আসবে। যারা এতে ৮ লাখ টাকা বিনিয়োগ করে রেখেছেন তাদের ওই ৮.১৫% এর হিসাবে অ্যাকাউন্টে ৬৬ হাজার টাকা সুদ হিসেবে আসবে। কেন্দ্রীয় সরকার এই প্রসঙ্গে কোনো অফিসিয়াল বিবৃতি না দিলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী ১৫ জুনের মধ্যে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।