আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি শুরু হবে। আর সেই কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। ফলে রবিবার সোমবার এবং মঙ্গলবার ধীরে ধীরে যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল, এবং তার জেরে অস্বাভাবিক অস্বস্তি তৈরি হয়েছিল তা অনেকটাই কমে গিয়েছে। এমনকি বুধবার সকালে মেঘলা আকাশ স্বস্তি দিয়েছে কলকাতা এবং দক্ষিণ বঙ্গবাসীকে। কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৬ শতাংশ। ফলে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফের একবার ফিল লাইক তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা পেরিয়ে যেতে পারে সেই তাপমাত্রা।
তবে দিনের বিভিন্ন সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। বজ্রবিদ্যুৎসহ ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। বইবে ঝড়ো হাওয়া এবং রোজকার জীবনে এর প্রভাব পড়বে। একদিকে চামড়া পুড়বে এবং তার ওপর আদ্রতা জনিত সমস্যা। সব মিলিয়ে রীতিমতো চাপে থাকবেন সাধারণ মানুষ।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত উত্তর থেকে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে নিম্নচাপ অক্ষরেখা। বাংলার উপকূল থেকে পূর্ব উত্তর ভারতে দক্ষিণ-পশ্চিম হাওয়া চলবে। এর ফলে এই অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের গতিবিধি তৈরি হবে ব্যাপকভাবে। ২৩ এবং ২৪ মে ২০২৩ বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই শিলা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সতর্কতাঃ সাবধানে থাকুন।