Bsnl এর এই প্ল্যানে আপনি পাবেন ৭৩০ জিবি ইন্টারনেট, খরচ একেবারেই ন্যূনতম
এই খরচে এই ধরনের প্ল্যান নিয়ে আসায় বেশ কিছুটা খুশি সাধারণ মানুষ
বিএসএনএল, ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থাগুলির মধ্যে একটি। এই সংস্থাটি আজকাল নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের মন জয় করতে পারছে। আপনিও যদি একজন BSNL ব্যবহারকারী হন, তাহলে এই খবরটি খুবই কার্যকর হতে চলেছে। প্ল্যানটি এমন যে Jio এবং Airtel ব্যবহারকারীরাও বেশ আনন্দিত।
আপনি একটি সস্তা প্ল্যান পেয়ে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে প্রিপেইড প্ল্যানের দাম কত। এই প্রিপেইড প্ল্যানের মূল্য ১৫১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে এই ধরনের সমস্ত সুবিধা পাওয়া যায়। এই সুবিধা পেয়ে কিন্তু সবাই খুশি।
দেশের বৃহত্তম সরকারি টেলিকম সংস্থা BSNL-এর প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৫ টাকা। এই প্রিপেইড প্ল্যানে এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হচ্ছে। বিশেষ বিষয় হল, ১৫১৫ টাকার প্ল্যানে প্রতিদিন ২জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে গ্রাহক মোট ৭৩০GB ডেটা পাচ্ছেন, যা সকলের মন জয় করছে। এর সাথে, ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও BSNL ৪০Kbps গতিতে ইন্টারনেট দেবে।
বড় বড় টেলিকম সংস্থা যেমন Jio, Airtel এর থেকে অনেক বেশি দামে এই সুবিধা অফার করে। তাই বিএসএনএলের এই প্ল্যান মানুষের মন জয় করছে। এর আগে ১৪৯৯ টাকার প্ল্যান বিএসএনএল প্ল্যানের দুনিয়ায় ঝড় তুলেছিল। তবে, এবারে এই প্ল্যান আরো ভালো। অর্থাৎ, এবারে যে BSNL আবারো মার্কেট দখল করবে সেটা বলার অপেক্ষা রাখে না।