দুর্গাপুজো ও বৃষ্টি যেন এক মানিকজোড়, তাই হয়তো এবছর দুর্গাপুজোতে বৃষ্টি দেখেছে রাজ্যবাসী। এমনি পুজোর কিছুদিন পরও নিন্মচাপের কারনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু আজ রবিবার, লক্ষ্মীপূজার দিন রাজ্যবাসীকে সুখবর দিল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্নাবর্ত সরে যাওয়ার কারনে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে। হয়তো কয়েক দিনের মধ্যে রাজ্য থেকে বিদায় নিতে শুরু করবে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পারদ নিন্মমূখী হতে শুরু করবে।
পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ওপর থেকে দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর ইতিমধ্যেই প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কম। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, ধীরে ধীরে শীত পড়তে চলেছে রাজ্যে।