সাম্প্রতিক সময়ে রেশন কার্ড প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র থেকে খাদ্যদ্রব্য পাওয়া যায় না, আরও অনেক গুরুত্ব রয়েছে এই রেশন কার্ড।
কিছুদিন আগে রাজ্যে এনআরসি নিয়ে তুমুল জল্পনা চলছিল, যেখানে বলা হচ্ছিল রেশন কার্ড লাগবে। এই সমস্ত ঝামেলা থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
এবার থেকে খাদ্যদ্রব্যের পাশাপাশি পরিচয়পত্র হিসেবে রেশন কার্ডকে চাইছে রাজ্য সরকার। বিশেষ সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে নির্দেশিকা জারি হতে চলেছে রাজ্যে। সর্বদলীয় বৈঠকে এব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। স্বল্পমূল্যে চাল, গম, আটা, চিনির সাথে সাথে রাজ্যবাসীর পরিচয় বহন করবে রেশন কার্ডটি। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, খাদ্য দফতরের প্রাথমিক ধারনা এই কার্ডের জন্য অন্তত ৩ কোটি মানুষ আবেদন জানাবে। কিন্তু এই রেশন কার্ড কবে রাজ্যবাসীর জন্য পরিচয় পত্র হবে সেটাই দেখার বিষয়।