নিউজরাজ্য

Heatwave alert: বাড়ছে অস্বস্তিকর গরম, আর কতদিন থাকবে এমন আবহাওয়া? জরুরী আপডেট দিল আবহাওয়া দপ্তর

কেরলে বর্ষা প্রবেশ দেরি করায় বাংলাতেও বর্ষার জন্য অপেক্ষা করতে হতে পারে

Advertisement

তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্টে আগামী তিন থেকে চারদিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক এবং গরম আবহাওয়া নাজেহাল করতে পারে গোটা দক্ষিণবঙ্গ কে। মঙ্গলবার বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূমের পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে। জুন মাসের প্রথম সপ্তাহে গরম থেকে মুক্তির আশা খুব একটা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বিগত এক সপ্তাহ ধরে সেই অর্থে তেমন একটা বৃষ্টি হচ্ছে না। কালবৈশাখীর সম্ভাবনা একেবারেই কম। এই পরিস্থিতিতে শুষ্ক আবহাওয়া আগামী আরও পাঁচ দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে হাওয়া অফিস ১০ জুনের পর স্বস্তি ফিরবে কিনা সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেনি। উল্টে হাওয়া অফিস জানিয়েছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটি সিস্টেমের কারণে আরো বিলম্বিত হতে পারে বর্ষা। কেরলে বর্ষা প্রবেশ করছে দেরি করে এবং সেই কারণে বাংলাতেও বর্ষার জন্য অপেক্ষা করতে হবে মানুষকে। এমন অবস্থায় তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়া নাজেহাল করবে সবাইকে।

তাহলে স্বস্তির বৃষ্টি হবে কবে? এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর নিশ্চিত করে কিছু জানাতে পারেনি এখনও। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে একই সাথে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ফলে তাতে উপকার খুব একটা হচ্ছে না। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলার বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

Related Articles

Back to top button