Today Trending Newsদেশবিনোদনরাজ্য

Cyclone Biparjoy: নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘বিপর্যয়’, সর্বোচ্চ গতিবেগ কত হবে জানেন?

Advertisement

গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, আপামর জনগন দিন গুনছে বৃষ্টির আশায়। যদিও এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভবনা নেই বলেই জানা গিয়েছে, সূত্রের খবর অনুযায়ী আগামী ১১ ই জুন থেকে বৃষ্টির দেখা মিলতে পারে বঙ্গ জুড়ে। এরইমধ্যে ঘূর্ণিঝড় এর আভাস দিয়েছে মৌসম ভবন।

বুধবার ভোরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আরবসাগরে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে এই নতুন ঘূর্ণিঝড়টি ‘বিপর্যয়’ ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে, ফলে বাংলায় এর প্রভাব না পড়লেও কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে বৃষ্টি হতে পারে।

এখনও পর্যন্ত নতুন এই ঘূর্ণিঝড় ভারতবর্ষের উপকূল গোয়া থেকে ৯০০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে। ঘণ্টায় ১৭০ কিমি বেগে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে। তবে, সূত্র জানাচ্ছে এটা আদৌ কোনও উপকূলে আছড়ে পড়বে কিনা, এই নিয়ে কোনো নিশ্চিত খবর নেই।

কলকাতার আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন নেই। জৈষ্ঠ্য শেষ হতে চলেছে অথচ তাপপ্রবাহের চোখ রাঙানি এখনও সপ্তমে। ফ্যান চললেও সেই হাওয়া গায়েই লাগছে না, ঘরে ঘরে ইনস্টল হচ্ছে এসি। ঠাণ্ডা গরম সর্দিতে অনেকেই নাজেহাল হচ্ছে, মানুষ চাইছে বৃষ্টি আসুক, এমনকি ঝড় মেঘলা আকাশকেও স্বাগত জানাচ্ছে আপামর জনগণ। সাধারণত, ৭ই জুনের মধ্যে বর্ষা শুরু হয়ে যায় বঙ্গে, এদিকে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি কেরলে। সুতরাং ভারী বর্ষা আসতে এখনও অনেক দেরি, তবে অনুমান করা যাচ্ছে আগামী ১১ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে বাংলার কিছু জায়গা।

Related Articles

Back to top button