বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে প্রথমে ব্যাটিং করতে নেমে নিঃসন্দেহে ভারতের ওপর চাপের সৃষ্টি করেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গতকাল থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হয়েছে দুই পরাশক্তির মহড়া। ম্যাচে টসে জিতে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের ওপর রীতিমতো চাপের সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথমেই পরপর তিন উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে মিডিল ওর্ডারে স্টিভ স্মিথ এবং হেডের অনবদ্য ইনিংসের সুবাদে মোটের উপর অ্যাডভান্টেজে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নার (৪৩), উসমান খোয়াজা (০) এবং মার্নাস ল্যাবুশান (২৬) রানে সাজঘরে ফিরলে স্মিথ এবং হেড অবিচ্ছেদ্য পার্টনারশিপে ২৫১ রান যুক্ত হয় অস্ট্রেলিয়ার খাতায়। দিনের শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছে। এদিকে, ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি এবং শার্দুল ঠাকুর একটি করে উইকেট পেয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালের স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। আর এদিন ক্যামেরার মাধ্যমে সংক্ষিপ্ত একটি দৃশ্য ধরা পড়তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট পড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকার প্যাভিলিয়নে বসে ভারতের সমর্থনে গলা ফাটাচ্ছেন। দুই তারকা ক্রিকেটারের স্ত্রীকে প্যাভিলিয়নে দেখা গেলেও তাদের সন্তানকে দেখা যায়নি।