পুরুষের প্রেগনেন্সি টেস্ট? অবাক হলেও ঘটনাটি সত্যি। এরকমই এক বিরল ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে। পেটের ব্যথার জন্য দুই যুবক হাসপাতালে যায়। চিকিৎসক তাদের প্রাথমিক পরীক্ষার পর বেশ কিছু টেষ্ট দেন। আর সেখানে এনএনসি টেস্ট করতে দেওয়া হয়, কার্যত এনএনসি টেস্ট মহিলা গর্ভাবস্থা নির্ণয়ের জন্য করতে দেওয়া হয়। আর এখান থেকে ঘটনাটি ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তবে চিকিৎসক জানিয়েছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি এইরূপ কাজ করেননি।