দীপাবলীর আগে মধ্যবিত্তদের জন্য সুখবর। কমলো সোনার দাম। গত মাসে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৪০ হাজার টাকা। এই মাসে পরপর তিন দিন ২,২০০ টাকা দাম কমে সোমবার সোনার দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম প্রতি ৩৭ হাজার ৭৯৫ টাকায়। কলকাতায় আরও একটু কম। অন্যদিকে বেড়েছে রুপোর দাম। ০.১৯ শতাংশ বেড়ে রুপোর দাম হয়েছে কেজি প্রতি ৪৫ হাজার ২৫৮ টাকা।
সোমবার কলকাতার বাজারে ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৭ হাজার ৬৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৯ হাজার ৫০ টাকা।
গত মাসে সোনার দাম অত্যধিক বেড়ে যাওয়ার পিছনে বড় কারণ ছিল আমেরিকা ও চিন বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা। সেই উত্তেজনা কিছুটা হলেও কমার দরুনই সোনার বাজারে তার প্রভাব পড়েছে। গত তিন দিন ধরে সোনার দর যে হারে কমেছে তা দীপাবলির আগে সোনার ক্রেতাদের অনেকটাই স্বস্তি দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের বাজারে আগস্ট মাসে ১৪৫ কোটি টাকার সোনার ব্যবসা হয়েছিল কিন্তু সেপ্টেম্বরে মাত্র ৪৪ কোটি টাকার বেচাকেনা হয়। তবে গত কয়েক দিনে ডলারের প্রেক্ষিতে টাকার দাম একটু হলেও বাড়ার দরুন আগামী কয়েক দিন সোনার দাম আরও কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। ধনতেরসে ভারতের বাজারে সোনা কিছুটা সস্তাতেই মিলবে বলে আশা করা হচ্ছে। ফলে সোনার চাহিদাও বাড়বে।