অফবিট

Black cat: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে পড়েন? শুধু কুসংস্কার নয় এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে

বিড়াল রাস্তা পেরোলে অনেকেই হঠাৎ দাঁড়িয়ে যান, এর পিছনেও রয়েছে একটা বিরাট কারণ

Advertisement

বিড়াল রাস্তা কাটলে অনেক মানুষ কিছু সময়ের জন্য থেমে যান আবার অনেকে পথ বদল করে নেন। অনেকে বিশ্বাস করেন বিড়াল রাস্তা কাটলে সেখান দিয়ে যাওয়া উচিত নয়, কারণ কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা এরপর ঘটতেই পারে। বিড়ালের রং নিয়ে অন্ধবিশ্বাস রয়েছে অনেকের মধ্যে। অনেকে মনে করেন কালো বিড়াল এবং সাদা বিড়াল রাস্তা কাটলে নাকি আলাদা আলাদা ফল হয়।

যদিও বিড়াল রাস্তা কাটলে, থেমে যেতে হয় এটা একটি কুসংস্কার। যদিও এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিড়াল নিয়ে মিথ শুধু মাত্র ভারতে নয় বিশ্বের অন্যান্য দেশেও রয়েছে। অনেক দেশেই এই প্রাণীটিকে নিয়ে অনেক রকম কথা প্রচলিত। কোথাও বিড়ালকে শুভ মনে করা হয় আবার কোথাও বিড়ালকে অশুভ মনে করা হয়। তবে বিড়ালকে অশুভ মনে করার কোন বৈজ্ঞানিক কারণ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু এমন অনেকে আছেন যারা কালো বিড়ালকে অশুভ বলে মনে করেন।

আসলে আগেকার যুগে যখন বিদ্যুৎ ছিল না তখন পথে কোন শব্দ হলেই মানুষ থেমে যেতেন যাতে কোন বন্যপ্রাণী রাস্তা পার হলে সমস্যা না হয়। বিড়ালের ক্ষেত্রেও এরকমটা করা হতো। তবে পরে ধীরে ধীরে এই ঐতিহ্য কালো বিড়ালের সঙ্গে যুক্ত হয়। কয়েক দশক আগে ইঁদুরের কারণে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল সেই সময়। অন্যদিকে আবার বিড়ালের প্রধান খাদ্য ইঁদুর। এরকম পরিস্থিতিতে বিড়ালের মাধ্যমে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। সেই কারণেই বিড়াল থেকে দূরত্ব রাখতেন অনেকে। যে জায়গা থেকে বিড়াল বের হতো সেখানে জীবাণুর সংক্রমণের সম্ভাবনা ছিল। তাই মানুষ সেই সময় কিছুক্ষণের জন্য ওই জায়গা এড়িয়ে চলতেন।

Related Articles

Back to top button