দেশনিউজ

SBI গ্রাহকরা না জানলে, অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা! তাড়াতাড়ি জানুন

Advertisement

নিজের উপার্জিত টাকা নিরাপদে সঞ্চিত রাখার জন্য ব্যাংকে সেভিংস একাউন্ট খুলেছেন? তাহলে জেনে রাখুন ব্যাংকে টাকা রাখার নিয়মগুলো। নাহলে নিয়ম ভঙ্গের জন্য ফাইন হিসেবে সব টাকায় কেটে নিতে পারে ব্যাংক। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ব্যাংক একাউন্টে জমা রাখতে হবে ন্যুনতম টাকা।

শুধু তাই নয়, নির্ধারিত টাকা না রাখলে নিয়মিত ফাইন কাটা হবে বলেও জানিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত তাদের শাখাগুলোকে নির্দেশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, সেভিংস একাউন্টে ন্যুনতম টাকা জমা রাখার ব্যাপারে গ্রাহকদের জানিয়ে দিতে।

বড়ো শহর, মফস্বল শহর ও গ্রামীণ এলাকার ব্যাংকগুলোর একাউন্টে ন্যুনতম টাকা রাখার আলাদা আলাদা পরিমাণ ধার্য করেছে এসবিআই কর্তৃপক্ষ। বড়ো শহরের ব্যাংক একাউন্টে ন্যুনতম ৩০০০ টাকা জমা রাখতে হবে। অপেক্ষাকৃত ছোট শহরের শাখায় সেভিংস একাউন্টে ন্যুনতম ২০০০ টাকা জমা রাখতে হবে। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ন্যুনতম ১০০০ টাকা জমা রাখলেই হবে। সেভিংস একাউন্টে ন্যুনতম টাকা রাখার এই নিয়ম মেনে না চললে গুনতে হবে ফাইন।

Related Articles

Back to top button