সাদা চুল কালো করার জন্য বাজারে অনেক ডাই পাওয়া যায়। বিজ্ঞাপনের ভিড়ে নানান প্রোডাক্ট ঘরে আসে চুল কালো আর মসৃন করার জন্য। কিন্তু, সেসব প্রোডাক্টের মেয়াদ থাকে ১৫ দিন বা ১ মাস। তারপর আবার চুল রং করতে হয়। তাছাড়া হেয়ার কালার ব্যাবহার করলে নিয়মিত সিরাম লাগাতে হয় এবং ঠিকঠাক শ্যাম্পু ব্যবহার না করলে পাকা চুল আবার দেখা যায়। যাইহোক, চুল যে শুধু বয়সজনিত কারণে পেকে যায় এমনটা নয়, অনেক সময় পেটের সমস্যা বা হরমোনের সমস্যা থাকলেও চুল কম বয়সে পেকে যায়। এছাড়া চুলে যদি পর্যাপ্ত ভিটামিন না পৌঁছায় এবং দূষণ একটা বড় কারণ। এক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি। তবে, কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো ব্যবহার করলে খুব সহজে চুল কালো হবে।
তেজপাতা : তেজ পাতা জলে সিদ্ধ করুন। ওই জল ঠান্ডা করে সমস্ত চুলে লাগিয়ে নিন। একটা স্প্রে বোতলে সংরক্ষণ করে রেখে স্প্রে করতে থাকুন গোড়ায় গোড়ায়। মাথায় এটা ২ ঘণ্টা রাখতে হবে, এরপর যেকোনো হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন করতে পারলে চুলের সাদা ভাব কমবে। কালো হতে শুরু করবে।
চা পাতা : প্রথমে চা পাতা জলে ফুটিয়ে নিন। এরপর ওই লিকার চা ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। চা পাতা ছেঁকে নিন, তারপর চা চুলে লাগান। আপনার যদি লম্বা চুল থাকে তবে চা প্রয়োগ করার সবচেয়ে সহজ উপায় হল একটি ছোট স্প্রে বোতলে ঢেলে দেওয়া। আপনার চুলে চা স্প্রে করুন। প্রায় ১ ঘন্টা পরে ঠান্ডা জল দিয়ে চা ধুয়ে ফেলুন। এটাও সপ্তাহে তিনদিন করতে পারেন, এতে করে চুল হবে কালো, উজ্জ্বল ও মসৃন।
নারকেল তেল এবং লেবু : নারকেল তেল এবং তাজা লেবুর রস মেশান একটি পাত্রে। এরপর, এটি আপনার মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন। তারপর এটি আপনার চুলের পুরো দৈর্ঘ্যে আঁচড়ান। ১ ঘণ্টা রেখে দিন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই পাবেন উপযুক্ত ফলাফল।