নিউজদেশ

Indian Railways: ২৭ জুন শুরু হবে আরো দুটি নতুন বন্দে ভারত ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, জানুন রুট

এই ট্রেন চালু হলে ভারতের বন্দে ভারত ট্রেনের সংখ্যা হয়ে যাবে ২৩টি

Advertisement

প্রধানমন্ত্রী মোদি শীঘ্রই মধ্যপ্রদেশে দুটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিশেষ সফর নিয়ে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সিএম চৌহান বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ২৭ জুন মধ্যপ্রদেশ সফরে আসছেন। তিনি রাজধানী ভোপালে দুটি বন্দে ভারত ট্রেন (ভোপাল-ইন্দোর এবং ভোপাল-জবলপুর) চালু করবেন। এ সময় তিনি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদি ২৭ জুন বীরাঙ্গনা রানী দুর্গাবতী বলিদান দিবসের কর্মসূচিতে এবং শাহদোলে বীরাঙ্গনা রানী দুর্গাবতী গৌরব যাত্রার সমাপনী কর্মসূচিতে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ২২ জুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরাঙ্গনা রানী দুর্গাবতী গৌরব যাত্রার উদ্বোধন করবেন। বীরাঙ্গনা রানী দুর্গাবতী গৌরব যাত্রা ২২ জুন রাজ্যের পাঁচটি ভিন্ন অঞ্চল থেকে শুরু হতে চলেছে।

১৮টি বন্দে ভারত ট্রেন বিভিন্ন রুটে চলছে

বর্তমানে ১৮টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলছে। এভাবে জুনের শেষ নাগাদ দেশে মোট ২৩টি ট্রেন চলাচল শুরু করবে। মধ্যপ্রদেশ ছাড়াও মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেসও শীঘ্রই ফ্ল্যাগ অফ করা হবে। বালাসোর দুর্ঘটনার পর এর কর্মসূচি বাতিল করা হয়।

কর্ণাটকেও সেমি হাই স্পিড ট্রেন চালু করা হবে। পাটনা এবং রাঁচি সংযোগকারী ট্রেন হিসাবে বিহার প্রথম বন্দে ভারত ট্রেন পাবে। ট্রেনটির গয়া, কোডারমা, হাজারিবাগ রোড, পরশনাথ এবং বোকারো স্টিল সিটিতে স্টপেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ট্রেনটি প্রায় ৪১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

Related Articles

Back to top button