রেলওয়ে দ্বারা যাত্রীদের অনেক ধরনের সুবিধা প্রদান করা হয়। প্রতিদিন লাখ লাখ যাত্রী রেলপথে যাতায়াত করলেও এখন ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্যই বিপাকে পড়েছে রেলওয়ে। রেলওয়ে এসি কোচে যাতায়াতকারী যাত্রীদের বিছানার চাদর, তোয়ালে এবং বালিশের সুবিধা প্রদান করে, তবে আজকাল যাত্রীরা রেলওয়ের এই পণ্যগুলি তাদের সাথে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। এবার থেকে এই নিয়মে বড়সড় পরিবর্তন আনল রেল। রেলওয়ে জানিয়েছে, এখন থেকে কোনো যাত্রী কোনো পণ্য চুরি করলে তাকে শাস্তি দেওয়া হবে।
নতুন নির্দেশিকা প্রকাশ করেছে রেল
রেলওয়ে এই বিষয়ে একটি সম্পূর্ণ নির্দেশিকাও জারি করেছে। এসি কোচে যাতায়াতকারীদের জন্য এই নির্দেশিকা জারি করেছে রেল। যাত্রীদের এই সব অত্যাচারে রেলওয়ে খুবই ক্ষুব্ধ।
রেলের লক্ষাধিক লোকসান
আপনাদের জানিয়ে রাখি যে, যাত্রীদের এই অভ্যাসের কারণে রেলের এ বছর লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে। রেলওয়ে জানিয়েছে যে বিছানার চাদর, কম্বল ছাড়াও যাত্রীরা চামচ, কেটলি, কল, টয়লেট বাটি চুরি করে, যার কারণে রেলকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
কোন রুটে বেশি লাগেজ হারিয়ে যায়?
ছত্তিশগড়ের বিলাসপুর জোনের ট্রেনে যাত্রীরা রীতিমতো রেলের মালপত্র চুরি করছে। বিলাসপুর ও দুর্গ থেকে চলা দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে কম্বল, বিছানার চাদর, বালিশের কভার, মুখের তোয়ালে ক্রমাগত চুরি হচ্ছে।
৪ মাসে ৫৫ লাখ টাকার মালপত্র চুরি হয়েছে
রেলওয়ে জানিয়েছে, গত ৪ মাসে বিলাসপুর জোন থেকে চলাচলকারী ট্রেনে প্রায় ৫৫ লাখ টাকার মালপত্র চুরি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, গত চার মাসে ৫৫ লাখ ৯৭ হাজার ৪০৬ টাকার মালপত্র চুরি হয়েছে এই লাইনে।
তথ্য দিতে গিয়ে রেলওয়ে জানিয়েছে, এভাবে পণ্য চুরি করা আইনত অন্যায়। রেলওয়ে এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি আইন ১৯৬৬ এর অধীনে ব্যবস্থা নেবে। এতে যাত্রীদের জরিমানা করার পাশাপাশি কঠিন শাস্তিও দেওয়া হবে। এতে যাত্রীর সর্বোচ্চ ৫ বছরের জেল এবং জরিমানাও করা হতে পারে রেলওয়ের পক্ষ থেকে।