ভিকি কৌশলকে বিয়ে করে কাঁদছেন ক্যাটরিনা কাইফ? জানুন খবরের আসল সত্যতা

২০২২'এর ৯'ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম…

Avatar

২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

তবে সম্প্রতি একটি টুইটের সূত্র ধরেই জানা গিয়েছে, খুব শীঘ্রই ভেঙে যেতে চলেছে বলিউডের চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সংসার। জানা গিয়েছে, ভিকির সাথে বিয়ের পর একেবারেই খুশি নন অভিনেত্রী। ‘ইরেক্টাইল ডিসফাংশন’এর মত রোগে ভুগছেন ভিকি। এর জন্য নিয়মিত ওষুধও খাচ্ছেন তিনি। সম্প্রতি নাকি নিজের ভ্যানিটি ভ্যানে অভিনেত্রীর সাথে কলহ বিবাদের পর নিজের ফোনও ভেঙে ফেলেছিলেন অভিনেতা। উমাইর সান্ধু নামের এক ব্যক্তির টুইট থেকেই এমন কথা ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল দুনিয়ায়। আর খুব স্বাভাবিকভাবেই একথা ছড়িয়ে পড়তেই এই তারকা জুটির অনুরাগীমহল ধাক্কা খেয়েছেন ৪৪০ ভোল্টে।

তবে আসল কথা হল, এই টুইটের কোনো সত্যতা নেই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একে অপরের সাথে বেশ উপভোগ করেই সংসার করছেন তারা। বর্তমানে খুব সম্ভবত একান্তে এই জুটি নিজেদের ভ্যাকেশন মোড অন করেছেন। সময় কাটাচ্ছেন একে অপরের সাথে। যার ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত অনুরাগীরা। এই মুহূর্তে এমন ভুয়ো টুইট দেখে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। মন্তব্যের মাধ্যমেই তাকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন অধিকাংশ, যার ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। উল্লেখ্য, এই প্রসঙ্গে তারকা জুটির তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়াই মেলেনি।