চলতি বছরে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দিয়েছে বিভিন্ন সুখবর। কিছুদিন আগেই পে কমিশনের দ্বারা বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের। আবারও সরকারি কর্মচারীদের জন্য নতুন পদক্ষেপ নিলো রাজ্য সরকার। সরকারি চাকুরীতে দুর্নীতি এড়াতে রাজ্য সরকার ই সার্ভিস বুক প্রক্রিয়া চালু করে। চাকুরি ক্ষেত্রকেও ডিজিটাল করার জন্য এই পদক্ষেপ।
সরকারি কর্মীদের সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ নথি। এখানে সরকারি কর্মীর বেতন বৃদ্ধি থেকে বেতন হার, কর্মীর বদলি, পদোন্নতি থেকে শুরু করে ছুটির হিসেব চাকরি জীবনের সমস্ত তথ্য এখানে থাকে। দীর্ঘদিন ধরে ম্যানুয়ালভাবেই সার্ভিস বুক আপডেট করা হয়। কিন্তু এই পদ্ধতিতে সার্ভিস বুক তৈরী করায় সার্ভিস বুকে অনিয়ম, জালিয়াতির অভিযোগও উঠে এসেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সার্ভিস বুক হারিয়ে বা নষ্ট করে কোনো কর্মীকে হয়রানি করার অভিযোগও উঠেছে। অনেকসময় অবসরের সময় জন্ম তারিখ পাল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই এই দুর্নীতি রুখতেই ই সার্ভিস প্রক্রিয়া শুরু হয় যার মাধ্যমে সরকারি কর্মীর সমস্ত তথ্য অনলাইনে চলে আসবে।
আর এর জন্য এইচআরএমএস পোর্টাল তৈরী করা হয়েছে।চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় রাজ্য সরকার। তবে এই ছুটির মরসুমে এই প্রক্রিয়া শেষ হবে কিনা এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে।