উচ্চ সুদের হার, রিটার্নের নিশ্চয়তা এবং ট্যাক্সের সুবিধার কারণে বিনিয়োগের জন্য চাকুরিজীবিদের অন্যতম পছন্দ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। অবসরকালীন সময়, ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে এবং অন্যান্য দীর্ঘকালীন বিনিয়োগের জন্য অধিকাংশ দেশবাসী এখনও পিপিএফ-এর ওপরেই ভরসা রাখেন।
কারণ, প্রভিডেন্ট ফান্ড থেকে যে পরিমাণে সুদ পাওয়া যায় তা অন্যান্য কোনও ফিক্সড বিনিয়োগের থেকে বেশি। বর্তমানে পিপিএফে সুদের হার ৭.৯ শতাংশ। তবে আরও কিছু নিয়ম জেনে নিলে পিপিএফ থেকে মিলবে অতিরিক্ত টাকা। পিপিএফ অ্যাকাউন্ট বছরে গণনা করা হয় এবং বছরের শেষে সমস্ত টাকা জমা করা হয়।
পিপিএফ-এর সুদ বছরে জমা করা হলেও, তা গণনা করা হয় প্রতিমাসের ৫ তারিখ থেকে মাসের শেষের দিনের মধ্যে অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্সের ভিত্তিতে। ফলে মাসিক কিস্তির টাকা ১ থেকে ৪ তারিখের মধ্যে জমা করলে মিলবে সর্বাধিক সুদ।
আবার, বার্ষিক কিস্তিতে পিপিএফ-এ টাকা জমা রাখলে তা এপ্রিলের ৫ তারিখের আগে জমা করতে হবে। তাহলেই মিলবে সর্বাধিক সুদ। টাকা জমার ক্ষেত্রে এই দুটি নিয়ম মেনে চললে পিপিএফ থেকে অতিরিক্ত টাকা পেয়ে যাবেন আপনি।