ভারত শাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিতো সংবিধানের যে ৩৭০ অনুচ্ছেদ, তা রদের পর থেকেই একের পর উস্কানিমূলক মন্তব্য করেছে পাকিস্থান। তাছাড়া হুমকি এসেছে একের পর এক জঙ্গি সংগঠনগুলো থেকে। অনেক জায়গায় জঙ্গি আক্রমণও হয়েছে।
কাশ্মীর জোনের পুলিশ এর তরফ থেকে জানা গিয়েছে, সকাল থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে চলছে এনকাউন্টার। গোপন সূত্র থেকে জানা গিয়েছে, সেনাবাহিনী তল্লাশি অভিযানে নামলে জঙ্গিদের সাথে গুলির লড়াই শুরু হয়। এখনো পর্যন্ত কোনো পক্ষেরই মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সুপ্তাহ দুয়েক আগে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের থেকে বেশ কয়েকজন জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টায় ছিল। সে ঘটনার ভিডিও শেয়ার করেছিল সেনা। তবে জঙ্গি হোক বা পাক সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ, সবক্ষেত্রেই কড়া হাতে চিরকাল জবাব দিয়ে এসেছে ভারতীয় বাহিনী। এখন সীমান্তে সুরক্ষার কথা মাথায় রেখে,জঙ্গি আক্রমণ ঠেকাতে আরও বেশি সেনাবাহিনী মেতায়ন করা হয়েছে।