পোস্ট অফিসের সেভিংস একাউন্ট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করেছে গ্রাহকদের জন্য। একটি বিশেষ সার্কুলার জারি করে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পোস্ট অফিসে সেভিংস একাউন্ট গ্রাহকরা ১৫ অক্টোবর থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এবার থেকে সমস্ত স্মল সেভিং স্কিম যেমন টাইম ডিপোজিট, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট খুব সহজেই ম্যানেজ করা যাবে এই পরিষেবার মাধ্যমে। কীভাবে পাওয়া যাবে এর সুবিধা? তার জন্য প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস ব্যাঙ্ক এটিএম, ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং-এর আবেদন পত্র জমা করতে হবে। তারপর আবার নতুন করে কেওয়াইসি জমা করতে হবে।
এই কাজের জন্য প্রথমে ভারতীয় ডাক বিভাগের মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে৷ ফর্ম জমা করার ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং সুবিধা চালু হয়ে যাবে৷ তবে এর জন্য নেট ব্যাঙ্কিং বা CIF থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে ডাক বিভাগ।