বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।
জুন মাস শেষ হতে চলেছে এবং এখন কয়েকদিনের মধ্যেই নতুন জুলাই মাস শুরু হবে। পরবর্তী মাসে অর্থাৎ জুলাই ২০২৩-এ ব্যাঙ্কগুলির ১৫ টি ছুটি রয়েছে। এই ছুটির দিনগুলো মাথায় রেখে ব্যাঙ্ক শাখার কাজ করা যাবে। আপনাকেও যদি পরের মাসে ব্যাঙ্কে যেতে হয়, তবে প্রথমে অবশ্যই এই তালিকাটি আগে থাকতে দেখে নিন। জুলাই মাসের ১৫ টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলি অর্থাৎ ৬ টি সাপ্তাহিক ছুটি। এগুলো বাদে বাকি ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক উৎসব ও বর্ষপূর্তির কারণে।
RBI ক্যালেন্ডার অনুসারে ব্যাঙ্ক ছুটির দিন:
- ৫ জুলাই- বুধবার – গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী – J&K
- ৬ জুলাই – বৃহস্পতিবার – MHIP দিবস – মিজোরাম
- ৮ জুলাই – শনিবার – দ্বিতীয় শনিবার – সমস্ত রাজ্য
- ১১ জুলাই – বৃহস্পতিবার – কের পূজা – ত্রিপুরা
- ১৩ জুলাই – বৃহস্পতিবার – ভানু জয়ন্তী – সিকিম
- ১৭ জুলাই- সোমবার – ইউ তিরোট সিং ডে – মেঘালয়
- ২২ জুলাই – শনিবার – চতুর্থ শনিবার – সমস্ত রাজ্যে
- ২৯ জুলাই – শনিবার – মহররম – প্রায় সমস্ত রাজ্যে
- ৩১ জুলাই – সোমবার – শহীদ দিন – হরিয়ানা ও পাঞ্জাব
এই ৯ দিন উৎসবের কারণে ছুটির থাকার পর আরও ৬ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তারমধ্যে রয়েছে ৪ টি রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাংকিং পরিষেবা চলবে। নেট ব্যাঙ্কিং এবং এটিএম থেকে সমস্ত ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা যাবে।